ক্ষমতায় গেলে পশু-পাখি সংরক্ষণে সময়োপযোগী আইন করা হবে : তারেক রহমান

বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে পশু-পাখি সংরক্ষণে সময়োপযোগী আইন করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাণী ও প্রাণের মেলা’ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তারেক রহমান বলেন, ‘শুধু আইন করে প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, প্রয়োজন সচেতনতা।’ তিনি আরও বলেন, ‘রাষ্ট্র যখন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন আমরা প্রাণী রক্ষা নিয়ে আলোচনা করছি। রাষ্ট্রে গণতন্ত্র ও শুদ্ধাচার বিদ্যমান থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে।’
বিএনপির চেয়ারপারসন বলেন, মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। সমাজে মানুষের অধিকার নিশ্চিত করতে পারলে পশু-প্রাণীর অধিকারও নিশ্চিত করা যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ারের আহ্বায়ক ও চিত্রনায়ক আদনান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল লতিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন তুহিন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান এবং বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উদ্যোক্তা আতিকুর রহমান রুমন।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পেশার ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুস্তাকিম বিল্লাহ ও লোভা আহমেদ।