রামুতে অস্ট্রেলীয় নারীকে ধর্ষণচেষ্টা , আটক ২

কক্সবাজারের রামুর পেঁচারদ্বীপে একটি রিসোর্টে এক অস্ট্রেলীয় নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে ‘গুড ভিবে কটেজ’ নামে রিসোর্টে ওই ঘটনা ঘটে। ওই রিসোর্ট থেকেই দুইজনকে আটক করেছে পুলিশ।
আটতকৃতরা হলেন, রামু উপজেলার পেঁচারদ্বীপ এলাকার আনচার উল্লাহ (২৪) ও আব্দুল গফুর (২০)। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেলাল উদ্দিন(২৫) নামে এক যুবককে খুঁজছে পুলিশ। রিসোর্টটি ‘মারমেইড বিচ রিসোর্টে’র পাশে অবস্থিত।
পুলিশ জানিয়েছে, রোববার রাতে রিসোর্টে ঘুমানোর সময় অস্ট্রেলীয় এক নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়। ওই পর্যটক ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী পর্যটককে উদ্ধার করে। ওই সময় ধস্তাধস্তিতে ওই বিদেশি পর্যটক আহত হন। পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা নেওয়ার পর ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন তিনি।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। এই বিষয়ে ওই অস্ট্রেলীয় পর্যটক বা অস্ট্রেলীয় হাইকমিশন মামলা করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় পুলিশ বাদি হয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন বলেন, ‘গত শনিবার অনলাইনের মাধ্যমে রুম বুকিং দিয়ে অস্ট্রেলীয় নারী ওই রিসোর্টে উঠেন। এ সময় আটক আসামিরা ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা চলছে।’
পুলিশ সুপার আরো বলেন, ‘ঘটনাটি মারমেইড বিচ রিসোর্টে নয়, পাশের আরেকটি রিসোর্ট যার নাম গুড ভিবে কটেজ সেখানে ঘটেছে। এটি মারমেইড বিচ রিসোর্টের মালিক আনিসুল হক সোহাগের ভাই শাহীনের মালিকানাধীন। যেহেতু ঘটনাটি পর্যটন সংশ্লিষ্ট তাই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’ এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করার পরও ওই কটেজের কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।