‘মৃত’ কিশোরী জীবিত উদ্ধার মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যাহার

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে কথিত ধর্ষিত ও মৃত কিশোরী জীবিত উদ্ধারের মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুনকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও আসামিদের নির্যাতনের অভিযোগ উঠেছে।
আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।
পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় আমরা এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। যেহেতু এতে এসআই শামীম আল মামুন অভিযুক্ত এজন্য ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আল মামুনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও আসামি নির্যাতনের অভিযোগ উঠেছে।’
পুলিশ সুপার আরো বলেন, ‘তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীমের স্থলে পরিদর্শক আবদুল হাইকে দায়িত্ব দেওয়া হয়েছে।’