মানিকগঞ্জে আরো ৮ জন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জে এক নারীসহ আরো আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৪০ জন। নতুন আক্রান্তদের মধ্যে সাটুরিয়া উপজেলায় পাঁচজন ও ঘিওর উপজেলার এক নারীসহ তিনজন রয়েছেন।
আজ শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত সবার বাড়ি লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১১৪টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে আটজনের করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় মোট এক হাজার ৩২৪ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে এক হাজার ২০০টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। মোট আক্রান্ত ৪০ জনের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে নিজ বাড়িতে আছেন এবং অন্য ১৫ জনও নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। জেলায় এ পর্যন্ত মোট দুই হাজার ১৮০ জন ব্যক্তি কোয়ারেন্টিনে ছিলেন। বর্তমানে আছেন ১০৭ জন।