ভৈরব প্রেসক্লাবে সামসুজ্জামান সভাপতি, বাকী বিল্লাহ সম্পাদক নির্বাচিত

কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে অধ্যাপক সামসুজ্জামান বাচ্চু সভাপতি (দৈনিক প্রজাবন্ধু) ও এস এম বাকী বিল্লাহ (দৈনিক ভোরের চেতনা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন রাত সাড়ে ৯টার দিকে ফল ঘোষণা করে।
ভৈরব প্রেসক্লাবে সাংবাদিক ও সাধারণ সদস্য মিলিয়ে মোট ২৪৬ ভোটের মধ্যে ২২৬ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি পদে অধ্যাপক সামসুজ্জামান বাচ্চু ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি মো. জাকির হোসেন কাজল পেয়েছেন ৮৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে এস এম বাকী বিল্লাহ নির্বাচিত হয়েছেন ১৪৬ ভোট পেয়ে। তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন পেয়েছেন ৮০ ভোট।
দুই বছর মেয়াদি ভৈরব প্রেসক্লাবের (২০২০-২১) কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান ফারুক (দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন), সহসভাপতি আবদুল লতিফ মাস্টার (সদস্য প্রতিনিধি), সিনিয়র সহসাধারণ সম্পাদক সত্যজিত দাস ধ্রুব (বাংলাভিশন ও দৈনিক যায়যায়দিন), সহসাধারণ সম্পাদক আবদুল হেকিম রায়হান (সদস্য প্রতিনিধি), কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম সবুজ (দৈনিক আমাদের সময় ও এসএটিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ আমিন (এনটিভি ও দৈনিক দেশ রূপান্তর), পাঠাগার সম্পাদক আলমগীর আলম (সদস্য প্রতিনিধি), ক্রীড়া সম্পাদক মো. নজরুল ইসলাম (সদস্য প্রতিনিধি), দপ্তর সম্পাদক আবদুর রউফ (দৈনিক খবরপত্র), সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদা আমিন পলি (মাছরাঙা টেলিভিশন) এবং প্রচার সম্পাদক সোহেল সাশ্রু (দৈনিক সংবাদ)।
এ ছাড়া নির্বাহী সদস্যপদে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান ময়না (দৈনিক মনোলোভা), মো. তুহিন মোল্লা (দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলা), মো. সুমন মোল্লা (দৈনিক প্রথম আলো), আদিল উদ্দিন আহমেদ (দৈনিক কালের কণ্ঠ ও বৈশাখী টেলিভিশন), আবদুল হাকিম (দৈনিক একুশে আলো), মো. আক্তারুজ্জামান (দৈনিক মানবকণ্ঠ), কাজী আবদুল্লাহ আল মাছুম (দৈনিক আজকালের খবর) ও হারুন উর রশিদ (সদস্য প্রতিনিধি)।
নির্বাচনে ২২ জন সাধারণ (সাংবাদিক) সদস্য ও ২২৪ জন সদস্যের (মোট ২৪৬ জন সদস্য) মধ্যে ২২৬ জন সদস্য শুক্রবার ভোট প্রয়োগ করেন। তিন সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন ক্লাবের সম্মানসূচক সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া। অন্য দুই সদস্য ছিলেন ভৈরব হাজী আসমত কলেজের সাবেক অধ্যাপক মো. ফজলুল হক ও জিল্লুর রহমান মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ জিতেন্দ্র চন্দ্র দাস।
শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। পরে ভোট গণনার পর ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা, ওসি মো. শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বারের সভাপতি আলহাজ মো. হুমায়ূন কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ উপস্থিত ছিলেন।