ভৈরবে টিভি সাংবাদিকদের সুরক্ষায় পাশে দাঁড়ালেন এক সম্পাদক

কিশোরগঞ্জের ভৈরবের টেলিভিশন সাংবাদিকদের সুরক্ষায় এবার পাশে দাঁড়ালেন এক পত্রিকার সম্পাদক। তিনি ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের করোনাভাইরাসের কবল থেকে সুরক্ষায় পিপিই তুলে দিয়েছেন। দৈনিক লাল-সবুজের দেশ ও সাপ্তাহিক অপরাধচিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ সোহেল আহমেদ ১২টি পিপিই তুলে দেন। এ সময় রোটারি ক্লাব অব ভৈরবের সেক্রেটারি মো. আসাদুজ্জামান (জামান) অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের সভাপতি আসাদুজ্জামান ফারুক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ আমিনের হাতে পিপিইগুলি তুলে দেন। এ সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি ও সময় টেলিভিশনের প্রতিনিধি মো. ফজলুর রহমান, সহসাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের কাজী ইসফাক আহমেদ বাবু, নির্বাহী সদস্য ও বাংলাভিশনের প্রতিনিধি অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব, চ্যানেল এসএর প্রতিনিধি ও দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রিটন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ও অর্থসম্পাদক আলহাজ সজীব আহমেদ, ৭১ টিভির প্রতিনিধি ও সদস্য ফজলুল হক বাবু এবং মুভি বাংলার প্রতিনিধি শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
পরে অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোস্তাফিজ আমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আলহাজ সোহেল আহমেদ একজন সাংবাদিক হিসেবে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জীবনের ঝুঁকির কথা বিবেচনা করে পাশে এসে দাঁড়িয়েছেন। যা একজন সাংবাদিকের প্রতি আরেকজন সাংবাদিকের মমত্ববোধ ও মর্যাদা ফুটে উঠেছে। তিনি এ সময় তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় রোটারি ক্লাব অব ভৈরবের সেক্রেটারি আসাদুজ্জামান (জামান) বলেন, সাংবাদিকরা হলো দেশ ও জাতির বিবেক। তাঁরা যেকোনো ক্রান্তিলগ্নে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। তাই তাঁদের নিরাপত্তা সবার আগে বিবেচনায় রাখা উচিত। তিনি এ সময় ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন।
আলহাজ সোহেল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ‘করোনাভাইরাসের এই মহামারি পরিস্থিতিতে আমাদের মাঠ পর্যায়ের সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। বিশেষ করে টেলিভিশন সাংবাদিকরা এর মধ্যে অন্যতম। সেই দিক বিবেচনায় নিয়েই আমি ভৈরবের মাঠ পর্যায়ের সাংবাদিকদের জন্য পিপিইর ব্যবস্থা করেছি। আমার এই ক্ষুদ্র প্রয়াস মাঠে কাজ করতে আপনাদের হয়তো সামান্যতম হলেও উপকারে আসবে।’
সোহেল আহমেদ এ সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মানবজমিন পত্রিকার সিনিয়র ফটোগ্রাফার সাংবাদিক স্বপন হাইয়ের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণে দুঃখ প্রকাশ করেন। মাগফেরাত কামনা করেন তাঁর বিদেহী আত্মার। পাশাপাশি করোনায় আক্রান্ত ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসনের সুস্থতা এবং হোম কোয়ারেন্টিনে থাকা সাংবাদিকদের মঙ্গল কামনা করেন।
সভাপতির বক্তব্যে ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক বলেন, ‘আমরা যারা নিয়মিত ঘটনার পেছনে দৌঁড়াই, আমাদের সুরক্ষায় সোহেল আহমেদের এই মহানুভবতা আমাদের মুগ্ধ করেছে। এ দুঃসময়ে তিনি একজন সাংবাদিক হিসেবে আমাদের জীবনের ঝুঁকির কথা বিবেচনায় এনে আমাদের পিপিইগুলো দেওয়ায় আমরা তাঁকে আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি।’