ভৈরবে চোরাই গরুসহ ৫ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে পাঁচটি চোরাই গরুসহ আন্তজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। পরে উদ্ধার করা গরুগুলো বিকেলে বাজিতপুর থানা পুলিশের মাধ্যমে গরুর মালিক ওই এলাকার কৃষক আবদুর রহিম ও তাঁর মেয়ে মমতাকে বুঝিয়ে দেওয়া হয়।
ভৈরব নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ বুধবার ভোরে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া নামক স্থানে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নৌকাবোঝাই গরুসহ চোরচক্রকে পুলিশ ধাওয়া দেয়। পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় দুটি চোরাই গরুসহ বকুল মিয়া ও সাইফুল নামের দুই চোরকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী লুন্দিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আরো তিনটি গরুসহ সুলতান মিয়া, ফারুক মিয়া-১ ও ফারুক মিয়া-২ নামের আরো তিন চোরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া চোরেরা জানায়, ভোরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের কৃষক আবদুর রহিমের বাড়ির গোয়ালঘর থেকে গরুগুলো চুরি করে নৌকায় করে ভৈরবে আনার পথে পুলিশি অভিযানে গ্রেপ্তার হয় তারা।