ভৈরবে অবৈধভাবে কয়েল উৎপাদন, তিন কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অবৈধভাবে মশার কয়েল উৎপাদনের দায়ে তিন কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সরণি সংলগ্ন বালুর মাঠ এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই তিন কারখানার মালিককে এই জরিমানা করেন।
এর আগে র্যাব ও পুলিশের সহযোগিতায় কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালিক হৃদয় রঞ্জন বণিক কয়েলের কারখানাগুলোতে অভিযান পরিচালনা করেন। এ সময় ওইসব কারখানা থেকে বিপুল অনুমোদনহীন মশার কয়েল জব্দ করা হয়।
পরে হিমাদ্রী খীসা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই তিন কারখানার মালিকদের মধ্যে জুনায়েত মিয়াকে চার লাখ, মেহেদী হাসানকে চার লাখ ও শ্যামল মিয়াকে দুই লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ডিপুটি কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ, ভৈরব পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক নাসিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট হিমাদ্রী খীসা জানান, ওই কারখানাগুলোর মালিকরা দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে দেশের নামকরা বিভিন্ন ব্র্যান্ডের মশার কয়েল নকল করে উৎপাদন করছিল। এসব কয়েলে বিএসটিআইসহ অন্যান্য সরকারি অনুমোদন ছিল না। এসব নকল কয়েল ব্যবহার করলে মানুষের শরীরে বিভিন্ন রোগের উপশম দেখা দিতে পারে।