বাড়ির দিকে মানুষ, ভৈরবের সড়কে উপচেপড়া ভিড়

ছুটি পাওয়ায় সবাই নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন। তাই ভৈরবের সড়কে যানবাহনও বেশি দেখা যায়। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ঢাকা-সিলেট ও ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে আজ বুধবার সকাল থেকে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। প্রতিটি যানবাহনে যাত্রীদের ঠাসাঠাসি। ছুটি পাওয়ায় সবাই ছুটছেন বাড়ির দিকে। আর তাই যানবাহনও চলছে বেশি।
ভৈরব থেকে বিভিন্ন আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকে করে যার যার গন্তব্যে যাচ্ছে সবাই। অন্যদিকে, ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরাজ করছে সুনসান নীরবতা। সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় নেই কোনো যাত্রী। এরই মধ্যে রেলওয়ে পুলিশ প্রশাসন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফরমসহ আশপাশের সব হোটেল-রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে।
এ ছাড়া ভৈরব নদীবন্দর থেকে যাত্রীবাহী লঞ্চ-ট্রলার বন্ধ রয়েছে বলে নেই যাত্রীদের আনাগোনা। তবে মালবাহী ট্রলারগুলোতে বিভিন্ন মালামাল লোড-আনলোড করতে দেখা গেছে।