বহুবার বিএনপি ভাঙার চেষ্টা হয়েছে, কেউ সফল হয়নি : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অতীতে বহুবার বিএনপি ভাঙার চেষ্টা হয়েছে, কেউ সফল হয়নি, বর্তমান সরকারও পারবে না।’ বিএনপি ভেঙে যাবে—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের এমন বক্তব্যের জবাবে আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আয়োজনে কৃষিবিদ জাবেদ ইকবালের স্মরণসভায় তিনি এ কথা বলেন।
অত্যাচার-নির্যাতনের মুখে একজন কর্মীও দল ছেড়ে যাননি দাবি করে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। এ সময় তিনি দলের নেতকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
বিএনপির মহাসচিব বলেন, ‘তারা বিএনপির জুজু দেখতে পাচ্ছেন। আমি এর আগে বলেছিলাম, নাইটমেয়ার। বিএনপি তাদের জন্য একটা নাইটমেয়ার। মানুষ যেমন দুঃস্বপ্ন দেখে, হঠাৎ করে ঘুম থেকে লাফিয়ে উঠে পড়ে। এ রকম বিএনপির বিরুদ্ধে লাফ দিয়ে ওঠে। সরকার চিন্তা করছে, আজীবন থেকে যাবে, ক্ষমতায় চিরকাল থাকবে। এটা থাকে না। ইডেন গার্ডেনসে ঘণ্টা বাজিয়ে তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ক্রিকেট খেলার উদ্বোধন করেছেন, তাদেরও ঘণ্টা বাজছে। চারদিকে ঘণ্টাধ্বনি শোনা যাচ্ছে।’
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ অন্য নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।