পাবনায় ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

‘বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা : একসূত্রে গাঁথা’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদ্বোধন হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় জাদুঘরের তত্ত্বাধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসকের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফরোজা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শরীফ ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিনসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষরা।
বক্তারা বলেন, নতুন প্রজন্মকে বেশি বেশি করে বিজ্ঞানের প্রযুক্তি শেখাতে হবে। তাহলে বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়ানো সম্ভব। তাই সরকার প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগ করছে। তাই সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আরও মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করেন বক্তারা।