নিখোঁজের দুদিন পর সেপটিক ট্যাঙ্কে মিলল শিশুর লাশ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের দুদিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে সাকিন (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চর সৈয়দপুর এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে আজ রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাকিন চর সৈয়দপুর এলাকার জালাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, এর আগে গত শুক্রবার সকালে বাসার সামনে থেকে নিখোঁজ হয় সাকিন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরের দিন শনিবার তার পরিবার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ওই শিশুর বাড়ির পাশের একটি বাসার সেপটিক ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার করে। এরই মধ্যে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বেশ কয়েক মাস ধরে ওই বাসার সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খোলা ছিল। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে শিশুটি সেখানে পড়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।