নাসির উদ্দিনের হার্টের ব্লক সারাতে প্রয়োজন ৯০ হাজার টাকা

মো. নাসির উদ্দিনের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। ছবি : সংগৃহীত
মো. নাসির উদ্দিন (৭৩)। গত ৫ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ডা. বদিউজ্জামানের অধীনে ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এ পর্যন্ত তাঁর চিকিৎসায় ৭৮ হাজার টাকা খরচ হয়েছে।
নাসির উদ্দিন বর্তমানে সাওল হার্ট সেন্টারে ডা. ফরহান আহম্মেদ ইমনের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার জন্য আরও প্রায় ৯০ হাজার টাকা প্রয়োজন। তাঁকে বাঁচাতে সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ছেলে মো. আজিম উদ্দিন। পাঁচ সদস্যের পরিবারে আজিম একমাত্র উপার্জনকারী ব্যক্তি।
সাহায্যের জন্য যোগাযোগের ঠিকানা : অ্যাকাউন্টের নাম : মো. আজিম উদ্দিন, ডাচবাংলা ব্যাংক হিসাব নম্বর : ১৭১১০৩১২৮৭১২, নগদ ও বিকাশ : ০১৮১৭-২৫৩২৬৫
আবেদনকারীর মোবাইল নম্বর : ০১৮৪২৫০২০০৪।