নারায়ণগঞ্জে ৫৬৬, অন্য জেলার আক্রান্তের চিত্র দেখুন

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৩১ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৫০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট চার হাজার ৬৮৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এদিকে রাজধানী ঢাকায় সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। এখানে দুই হাজার ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া ঢাকা জেলায় আক্রান্ত হয়েছে আরো ৬৪ জন। অন্যদিকে ঢাকার পরেই পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত ৫৬৬ জন রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া গাজীপুরে ২৯৪ জন সংক্রমিত হয়েছে।
আজ শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
তথ্য থেকে জানা যায়, ঢাকা বিভাগের আরেক জেলা মাদারীপুরে ২৮ জন আক্রান্ত হয়েছে। এ বিভাগের নরসিংদীতে ১৪১ জন, মুন্সীগঞ্জে ৬৩ জন, মানিকগঞ্জে ১২ জন, রাজবাড়ীতে ১১ জন, গোপালগঞ্জে ৪৩ জন, টাঙ্গাইলে ২১ জন, কিশোরগঞ্জে ১৮০ জন, শরীয়তপুরে ১১ জন ও ফরিদপুরে আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৪৫ জন, কুমিল্লা জেলায় ৩২ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৫ জন, চাঁদপুর জেলায় ১০ জন, কক্সবাজার জেলায় ছয়জন, বান্দরবানে চারজন, ফেনীতে তিনজন, লক্ষ্মীপুর জেলায় ২৭ জন ও নোয়াখালী জেলায় চারজন করোনায় আক্রান্ত হয়েছে।
সিলেট বিভাগের সিলেট জেলায় ১১ জন, মৌলভীবাজারে চারজন, হবিগঞ্জ জেলায় ২১ জন ও সুনামগঞ্জে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রংপুর বিভাগের রংপুর জেলায় ১৫ জন, গাইবান্ধা জেলায় ১৪ জন, নীলফামারী জেলায় ১০ জন, কুড়িগ্রামে চারজন, লালমনিরহাট জেলায় দুজন, পঞ্চগড় জেলায় তিনজন, ঠাকুরগাঁওয়ে আটজন ও দিনাজপুরে ১৩ জন আক্রান্ত হয়েছে।
খুলনা বিভাগের খুলনা জেলায় সাতজন, যশোরে সাতজন, নড়াইলে সাতজন, মাগুরায় দুজন, বাগেরহাটে একজন, মেহেরপুরে দুজন, কুষ্টিয়ায় চারজন, চুয়াডাঙ্গা জেলায় আটজন আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৬৮ জন, জামালপুর জেলায় ৩০ জন, নেত্রকোনায় ২২ জন ও শেরপুর জেলায় ১৯ জন আক্রান্ত হয়েছে।
বরিশাল বিভাগের বরগুনা জেলায় ২৩ জন, ঝালকাঠিতে পাঁচজন, বরিশাল জেলায় ৩৫ জন, ভোলায় দুজন, পিরোজপুরে পাঁচজন ও পটুয়াখালীতে ১০ জন রোগী আক্রান্ত হয়েছে।
এ ছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় নয়জন, জয়পুরহাটে চারজন, বগুড়ায় ১০ জন, পাবনায় তিনজন, নাটোরে একজন, চাঁপাইনবাবগঞ্জে একজন, সিরাজগঞ্জে দুজন ও নওগাঁয় দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।