নারায়ণগঞ্জে মাদ্রাসাছাত্রীকে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তানজিলা আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত তানজিলা ওই এলাকার আকতার হোসেনের মেয়ে ও স্থানীয় কওমি মাদ্রাসার ছাত্রী।
নিহত তানজিলার বাবা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে সবার সঙ্গে তানজিনাও উঠে। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ দুপুরে বাড়ির পাশে একটি ডোবায় তার লাশ পাওয়া যায়।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।