নারায়ণগঞ্জে করোনায় আরো ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৫

নারায়ণগঞ্জে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৫ জন।
জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আজ বুধবার জানান, করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে আরো ৫৫ জন। এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪২৫ জন।
করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় যাঁরা মারা গেলেন তাঁরা হলেন নারায়ণগঞ্জ সদরের ৬২ বছর বয়সী গাইনি চিকিৎসক আমেনা খাতুব, বন্দর উপজেলার ৮০ বছর বয়সী অনিল কুমার সাহা ও ৫২ বছর বয়সী নাজমুল ইসলাম।