ধানমণ্ডির জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

রাজধানীর ধানমণ্ডি এলাকায় শিল্পপতি মনির উদ্দিনের একটি ফ্ল্যাটে দুই নারীকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে এ মামলা করা হয়েছে।
দুপুরে বিষয়টি এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ।
ওসি বলেন, ‘নিহত গৃহকত্রী আফরোজা বেগমের মেয়ে দিলরুবা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। আমরা তদন্ত করছি। তদন্তের স্বার্থে আপাতত কারো নাম বলছি না।’
থানার ডিউটি অফিসার মো. মহিদুল হাসান বলেন, ‘ওই বাসার নিরাপত্তাকর্মী নুরুজ্জামান, মনির উদ্দিনের দেহরক্ষী বাচ্চুকে আমরা সন্দেহ করছি। তাঁরা দুজন গ্রেপ্তার আছেন। তাঁদের আদালতে চালান করা হবে।’
তবে মামলার তদন্ত কর্মকর্তা আশরাফ রাজীব বলেন, ‘মামলায় এজাহারনামীয় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম বলাটা ঠিক হবে না।’
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যার পর ধানমণ্ডি ১৫ নম্বর সড়কের ২১ নম্বর বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে গৃহকর্ত্রী আফরোজা বেগম (৬৫) ও তাঁর গৃহকর্মী দিতির (১৭) লাশ উদ্ধার করে। ঘটনার সময় ওই বাড়িতে চুরির ঘটনাও ঘটেছে।
মনির উদ্দিন পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর একজন পরিচালক। তিনি টিনটেক্স নামে একটি গার্মেন্টসের মালিক। ছয়তলা ভবনটির এফ-৪ ফ্ল্যাটে এ ঘটনা ঘটেছে। ফ্ল্যাটে মনির উদ্দিনের শাশুড়ি ও গৃহকর্মীই থাকতেন।