দেশে করোনায় মৃত্যু ৩, কমেছে শনাক্ত

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৯৬ জন আক্রান্ত হয়েছে। তবে এ সময়ে ৩ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ সোমবার এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দুজনসহ এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০৭ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭০৭ জন পুরুষ এবং ১০ হাজার ৬০০ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ সাত হাজার ৬৩১ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৬৩৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৮০টি ল্যাবরেটরিতে পাঁচ হাজার ৯৪১টি নমুনা সংগ্রহ এবং পাঁচ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে চার দশমিক ৯৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।