দেশে করোনায় নতুন শনাক্ত ১০০

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০০ জন শনাক্ত হয়েছে। তবে, এসময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ শনিবার এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৫ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭১২ জন পুরুষ এবং ১০ হাজার ৬০৩ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ নয় হাজার ৭৯৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৫৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন। এ সময়ে সারা দেশে ৮৮০টি ল্যাবরেটরিতে দুই হাজার ২৬৬টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় দুই হাজার ২৬৫টি। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে চার দশমিক ৪২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।