ঢাকা মেডিকেলের ফুটপাত থেকে মৃত নবজাতক উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগানগেট সংলগ্ন ফুটপাত থেকে এক মৃত নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। মেয়ে নবজাতকটির বয়স একদিন হবে। রোববার রাত পৌনে ১১টার দিকে ফুটপাতে একটি কার্টনের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো মৃত নবজাতক দেখতে পেয়ে হাসপাতালের পুলিশকে খবর দেয় আশেপাশের লোকজন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে বাগানগেট সংলগ্ন ফুটপাতে একটি পরিত্যক্ত কার্টন পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজন। পরে সেটা খুলে তার ভেতরে কাপড় দিয়ে মোড়ানো মৃত নবজাতক দেখতে পাওয়া যায়।
বাচ্চু মিয়া জানান, বিষয়টি শাহবাগ থানায় অবগত করা হয়েছে। শাহবাগ থানা পুলিশ এখন ব্যবস্থা নিবে।