টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ছমুদা বেগম নিহত

কক্সজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং খারাংখালী সীমান্ত সংলগ্ন লবণ মাঠে ‘বন্দুকযুদ্ধে’ এক নারী নিহত হয়েছেন। এ সময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম ছমুদা বেগম (৪০)। তিনি হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নূর সালামের স্ত্রী বলে শনাক্ত করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, হোয়াইক্যং খারাংখালী সংলগ্ন লবণ মাঠ দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় বেড়িবাঁধ এলাকা দিয়ে একদল নারী-পুরুষ এলে পুলিশ তাদের গতিরোধ করার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুর রহমান (২৭), কনস্টেবল রুবেল, রাসেল ও হাবিব আহত হন। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি চালায়। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একজন গুলিবিদ্ধ নারীকে উদ্ধার করা হয়।
ওসি জানান, পরে আহত পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ নারীকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি প্রদীপ কুমার আরো জানান, নিহত নারী সক্রিয় মাদক কারবারি এবং একাধিক মামলার আসামি ছিলেন। এ বিষয়ে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।