টেকনাফে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছেন বিজিবি সদস্যরা। গতকাল শনিবার গভীর রাতে টেকনাফের খারাংখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজিবি কর্মকর্তা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গতকাল রাতে গোপন সংবাদে জানা যায় বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধীনস্থ খারাংখালী এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসতে পারে। এ সংবাদে খারাংখালী বিওপির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। রাত ১২টার দিকে একজন ইয়াবা কারবারিকে দুইটি প্লাস্টিকের বস্তা নিয়ে সাঁতরিয়ে নদীর তীর থেকে বেড়িবাঁধে উঠতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবির টহলদল। দূর থেকে টহলদলের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে নদীতে লাফ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমার সীমানায় চলে যান ওই পাচারকারি। পরে পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় রাখা এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
ওই বিজিবি কর্মকর্তা আরো জানান, জব্দকৃত ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ইয়াবাগুলো ধ্বংস করা হবে।