চীনা নাগরিকসহ ৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ

দুর্নীতির মামলায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরীর দুর্নীতির মামলা বাতিল চেয়ে করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এতে করে তাঁর বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এ ছাড়া এই মামলায় পলাতক পাঁচ আসামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল ওদুদ খান, দি সিনফা নিটাস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুং, এমডি খসরু আল রহমান, পরিচালক মনসুরুল হক ও মো. গোলাম মোস্তফাকে দ্রুত গ্রেপ্তার করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাঁরা যাতে বিদেশে পালাতে না পারেন, সেই জন্য পাসপোর্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে আইজিপিকে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল মতিন খসরু, দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশিদ আলম খান ও ব্যারিস্টার মো. নওশের আলী মোল্লা এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
ঘটনার বিবরণে দেখা যায়, দি সিনফা নিটাস লিমিটেড কোম্পানি উপরোক্তভাবে প্রতারণা ও জাল দলিল করে ন্যাশনাল ব্যাংক দিলকুশা শাখার উল্লেখিত টাকা আত্মসাৎ করায় দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন ২০১৭ সালের ১৭ জুন ছয়জনকে আসামি করে মতিঝিল থানায় মামলা করেন এবং তিনি তদন্ত করে ২০১৮ সালের ২৪ জুন অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত- -৫-এ বিচারাধীন।