চলন্ত বাসে চবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, চালকসহ আটক ৩

চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে নগরীতে আসার সময় চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় বাসের চালক ও তার সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বার্তা সংস্থা ইউএনবিকে জানান, নগর গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল শনিবার রাতে চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন সোহাগ পরিবহনের সুপারভাইজার আলী আব্বাস, চালক এহসান করিম ও তার সহকারী ভুট্টো।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী উপকমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন জানান, আটককৃতদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
গত বুধবার সন্ধ্যায় জেলার পটিয়ার বোনের বাড়ি থেকে নগরীর ২ নম্বর গেইট এলাকায় আসার পথে বাসের চালক ও তার সহকারী মিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করে। বাসের মধ্যে ছাত্রীর সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে পরের দিন ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এর পর পরই ঘটনার তদন্তে অভিযানে নামে পুলিশ।