গাজীপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় আজ সোমবার সকালে পাথরবোঝাই ট্রাকের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম রফিকুল ইসলাম সুমন (৪০)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচরুখী বাজার এলাকার মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) জিএম মাজহারুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় পাথরবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন সুমন। পাথরবোঝাই ট্রাকটি গাজীপুর মহানগরের শিমুলতলী যাচ্ছিল।
দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেলেও তাঁর সহকারী সোহেল রানাকে (২০) আটক করেছে পুলিশ। পরে পুলিশ সুমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সুমনের খালাতো ভাই সৈয়দ মাহবুবুল বারী লাশ শনাক্ত করেন। সুমন গাজীপুর মহানগরের নলজানী এলাকার পোশাকের শোল্ডার তৈরির কারখানার মালিক।