খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক-হত্যা মামলার আসামি নিহত

রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। মিন্টুর বিরুদ্ধে রাজধানীতে নয়টি মাদক, দুইটি অস্ত্র আর একটি খুনের মামলা আছে বলে জানিয়েছে র্যাব।
আজ সোমবার সকালে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান।
কামরুজ্জামান বলেন, গতকাল দিবাগত রাত সোয়া ১টার দিকে খিলক্ষেত স্বদেশ প্রপার্টি এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকায় মাঠের মতো একটি স্থান ছিল। সেখানে মিন্টুর সঙ্গে আরো চার-পাঁচজন ব্যক্তি ছিল। গোপন সংবাদ পেয়ে আমরা সেখানে গেলে তারা আমাদের অবস্থান বুঝে প্রথমে গুলি করে। পরে আমরাও গুলি করি। গুলি ছুড়লে মিন্টু গুলিবিদ্ধ হয়। বাকি লোকজন পালিয়ে যায়। আমাদের র্যাব সদস্য সিপাহি রাসেল ঘটনাস্থলে আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন।
র্যাব কর্মকর্তা জানান, রাজধানীতে মিন্টুর বিরুদ্ধে নয়টি মাদক, দুইটি অস্ত্র আর একটি খুনের মামলা আছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।