খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় রোববার রাজধানীর হাইকোর্ট মাজার প্রাঙ্গণে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : এনটিভি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর নয়াপল্টনে পবিত্র কোরআন খতম এবং হাইকোর্টের মাজার প্রাঙ্গণে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।
আজ রোববার দুপুরে যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদের উদ্যোগে দুস্থদের মধ্যে এ খাবার বিতরণ করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।