খালেদা জিয়ার আরেকটি মামলা গেল কেরাণীগঞ্জ কারাগারে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। এই মামলাটিও বিচারের জন্য কেরাণীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার কেরাণীগঞ্জ কারাগারে স্থাপিত নবনির্মিত অস্থায়ী ঢাকার এডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান এ দিন নির্ধারণ করেন।
খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এনটিভি অনলাইনকে বলেন, এ মামলাটির বিচার আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হতো। কিন্তু আইন মন্ত্রণালয় থেকে গ্রেজেট প্রকাশিত হওয়ায় এখন মামলাটি বিচারের জন্য কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হবে।
২০১৭ সালের ২৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলাটি করেন।
এরপর ২০১৮ সালের ৩০ জুন দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।
খালেদা জিয়ার এসব বক্তব্যে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের মানহানি হয়েছে দাবি করে মামলাটি করেন এ বি সিদ্দিকী।