খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে পরিবারের সদস্যরা

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান পরিবারের সদস্যরা। ছবি : এনটিভি
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রবেশ করেছেন পরিবারের সদস্যরা। আজ সোমবার বিকেল ৩টার দিকে তাঁরা হাসপাতালে প্রবেশ করেন।
পরিবারের সদস্যরা হলেন খালেদা জিয়ার সেজ বোন সেলিমা ইসলাম, তাঁর স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, তাদের ছেলে অভিক এস্কান্দার।

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন পরিবারের সদস্যরা। ছবি : এনটিভি
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা দিদার চৌধুরী বলেন, ‘নিয়মিত দেখা করার অংশ হিসেবে তাঁরা দেখা করতে গিয়েছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সর্বোচ্চ আদালত থেকে জামিন না হওয়ায় এ বিষয়ে ম্যাডামের পরামর্শ নেওয়া হবে।’