ক্যানসার থেকে বাঁচতে চান ঢাবির সাবেক ছাত্র শাহাদাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী মো. শাহাদাত হোসেন লিউকেমিয়ায় (ব্লাড ক্যানসার) আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসায় দরকার প্রায় ২০ লাখ টাকা।
প্রথম রাজধানীর মহাখালী জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়ে বেশ কিছুদিন চিকিৎসা নেন। পরে গত সপ্তাহে পরবর্তী চিকিৎসার জন্য ভারতে পাড়ি জমান। দিল্লির গুরুগাঁওয়ের মেদান্তা দ্য মেডাসিটিতে ডা. নীতিন সুদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগ (২০০৯-১০ সেশন) ও সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক এই শিক্ষার্থী পড়াশোনা শেষ করে ক্যারিয়ার হিসেবে বেছে নেন স্কুল শিক্ষকতা। এরই মধ্যে হঠাৎ তিনি জানতে পারেন তার শরীরে হানা দিয়েছে মরণব্যাধি ব্লাড ক্যানসার। বৃদ্ধ বাবা ও অসুস্থ মায়ের মধ্যবিত্ত পরিবারের পক্ষে এর চিকিৎসার ব্যয় মেটানো অসম্ভব। ফলে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।
হোয়াটসঅ্যাপে আলাপকালে শাহাদাত এনটিভি অনলাইন প্রতিবেদককে শাহাদাত হোসেন বলেন, ‘যে চিকিৎসকের অধীনে আছি, তিনি জানিয়েছেন, অ্যাকিউট প্রোমিলোসিটিক লিউকেমিয়ার (ব্লাড ক্যানসার) চিকিৎসার ক্ষেত্রে এক বছর থেরাপি নিতে হবে এবং দুবছর ফলোআপে থাকতে হবে। সম্পূর্ণ মেয়াদের চিকিৎসায় এটি সম্পূর্ণ সুস্থ হয় বলে চিকিৎসকেরা অভিমত দিয়েছেন। এ ক্ষেত্রে আনুমানিক ২০ লাখ টাকা খরচ পড়বে।’
শাহাদাত হোসেন আরও বলেন, ‘জীবনে এরূপ পরিস্থিতিতে পড়ব চিন্তায়ও ছিল না। নিজের চেষ্টা করছি। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট আছি।’
শাহাদাত হোসেনকে সহযোগিতা পাঠাতে পারেন নিচের ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বরে-
মো. শাহাদাত হোসেন (Md. Shahadat Hossain)
সঞ্চয়ী হিসাব নম্বর : ২২৫২৭৫০০৩৭১৯২
রাউটিং নম্বর : ০৮৫২৬৩১৯৬
ঢাকা ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা
বিকাশ নম্বর (পার্সোনাল) : ০১৯০৪৩২৬১৬৮