কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের জয়

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়লাভ করেছে। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট ১টি সহসভাপতিসহ দুটি পদে জয় পেয়েছে।
গতকাল বুধবার জেলা আইনজীবী সমিতি ভবনে এক বছর মেয়াদি নতুন কমিটি নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে গতকাল গভীর রাতে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে পিপি শাহ আজিজুল হক বিভিন্ন মেয়াদে পঞ্চম বার এবং সাধারণ সম্পাদক পদে মো. সহিদুল আলম শহীদ টানা ১২ বার নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে পিপি শাহ আজিজুল হক ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস পেয়েছেন ২৩০ ভোট। সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট প্যানেলের প্রার্থী খন্দকার মো. শাহজাহান পেয়েছেন ৪১ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. সহিদুল আলম শহীদ ৩৬০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের এ এম সাজ্জাদুল হক পেয়েছেন ১৩১ ভোট। এ ছাড়া অপর প্রার্থী মো. সোহেল রানা পেয়েছেন ১৮ ভোট।
নির্বাচনে সহসভাপতির দুটি পদের একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী শরফুদ্দিন ভূইয়া সবুজ এবং অপরটিতে বিএনপি সমর্থিত প্যানেলের মো. মনসুর আলম নির্বাচিত হয়েছেন। সহসম্পাদক এর দুটি পদেই আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের মিনহাজুল হক খোকা ও মো. মাসুদ মিয়া নির্বাচিত হয়েছেন।
লাইব্রেরি সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্যানেলের মো. আল আমিন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুল ইসলাম আহমেদ পলাশ, অডিটর পদে মো. সাইফুল ইসলাম রাসেল এবং পাঁচটি সদস্য পদে যথাক্রমে মজিবুল হক চুন্নু, মোহাম্মদ আবু সাঈম, মোহাম্মদ কামরুজ্জামান, শান্তনু কুমার সাহা ও এম. আবদুর রউফ নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের এম. আবদুর রউফ ও বিএনপি সমর্থিত প্যানেলের মো. আজিজুল ইসলামের ভোট সমসংখ্যক ৩১১ ভোট লাভ করায় টসের মাধ্যমে বিষয়টি মীমাংসিত হয় এবং এম. আবদুর রউফ নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান জানান, নির্বাচনে মোট ৫৩৪ জন ভোটারের মধ্যে ৫১৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।