আশুগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার প্রেমতলা এলাকায় ব্যাটারিচালিত দুই রিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ সড়কের প্রেমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রাব্বানী (৫০) উপজেলার প্রেমতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত রিকশায় নিজ বাড়ি প্রেমতলা যাচ্ছিলেন গোলাম রব্বানী (৫০)। ভবানীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গোলাম রব্বানী গুরুতর আহত হন। আশেপাশের লোকজন গুরুতর আহত রব্বানীকে উদ্ধার করে আশুগঞ্জের ম্যাডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ মাহমুদ বলেন, ‘দুর্ঘটনা কথা শুনেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’