আমাদের সঙ্গে কারো গায়ে ধাক্কা লাগলেই নিউজ হয়ে যায় : পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ‘আমরা চাই বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করব।’
পাটমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জে অনেক সমস্যা আছে। অনেক সময় আমাদের সম্মানহানি হয়েছে, আবার সেই সম্মান অর্জনও করেছি। সাংবাদিকতায় ভালো আছে, আবার হলুদ সাংবাদিকতাও আছে।...আমরা যারা রাজনীতি করি, আমাদের নিয়েই তারা বেশি লেখেন। আমাদের সঙ্গে কারো গায়ে ধাক্কা লাগলেই নিউজ হয়ে যায়। কিন্তু অন্যদিকে কেউ কাটাকাটি করলেও আসে না। যাই হোক আমরা যারা রাজনীতি করি, আমরা ধৈর্য্য ধরি। আপনারা আমাদের নিয়ে অনেক লেখেন, তাতে অনেক সময় আমরা পরিবারের কাছে, জনগণের কাছে হেয় প্রতিপন্ন হই। তারপর আমরা এ নিয়ে বাড়াবাড়ি করি না, ধৈর্য্য ধরি। কারণ সত্যের জয়, সবশেষে হয়।’
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ষষ্ঠ তলায় বীর প্রতীক গাজী ফ্লোর এবং লিফট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাটমন্ত্রী এসব কথা বলেন।
পাটমন্ত্রী আরো বলেন, ‘আমরা যারা দেশ স্বাধীন করেছিলাম, তাদের মধ্যে শতকরা ৯৯ ভাগ মানুষ ঠিক বড় হতে পারিনি। কিন্তু যারা স্বাধীনতার বিরোধিতা করছিলেন তারাই বড় হয়েছেন। দীর্ঘ ২১ বছর পর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জনগণ ভোট দিয়ে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। সুতরাং সেই থেকে আবার মুক্তিযোদ্ধারা তাদের সম্মান ফিরে পেয়েছেন। তারপর ২০০৮ সালে ক্ষমতায় এসে আমরা আবার মুক্তিযোদ্ধাদের পরিচয় নতুনভাবে জাগ্রত করেছি। আমরা যারা স্বাধীনতার পক্ষে ছিলাম, তারা আস্তে আস্তে আবার উন্নতির শিখরে চলে যাচ্ছি।’
আপনারা যারা সাংবাদিক আছেন তারা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের সঠিক ইতিহাস তুলে ধরবেন বলে মন্ত্রী আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদুল আলম ও শিল্পপতি মাসুদুজ্জামান।
এর আগে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। সেইসঙ্গে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ায় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে সংবর্ধনা ক্রেস্ট দেওয়া হয়।