আপনাদের সহায়তায় বাঁচতে পারেন নাছির

মাত্র ৩২ বছর বয়সে দরিদ্র কৃষকের সন্তান মো. নাছির উদ্দিনের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ছবি : সংগৃহীত
মাত্র ৩২ বছর বয়সে দরিদ্র কৃষকের সন্তান মো. নাছির উদ্দিনের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। চিকিৎসক বলছেন, যত দ্রুত সম্ভব তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে। আর এ জন্য দরকার ১৫ লাখ টাকা।
কিন্তু নাছিরের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। এরই মধ্যে তাঁর চিকিৎসার খরচ জোগাতে পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
সদ্য বিবাহিত নাছির বিয়ের কিছুদিন পরেই জানতে পারেন, তিনি কিডনি রোগে আক্রান্ত । মাত্র ৩২ বছর বয়সে তাঁর জীবনপ্রদীপ যাতে থেমে না যায়, এ জন্য নাছির তাঁর জীবন বাঁচাতে সমাজের ধনী ও সচ্ছল ব্যক্তিদের সাহায্য চেয়েছেন।
যাঁরা তাঁকে সহযোগিতা করতে চান বিকাশ নম্বর অথবা এই ব্যাংক হিসেবে সাহায্য পাঠাতে পারেন। বিকাশ নম্বর : ০১৮৮৫৫১৩৬৪৬ (ব্যক্তিগত)। ব্যাংক হিসাব নম্বর—মো. নাছির উদ্দিন, সঞ্চয়ী হিসাব নম্বর : ০০২১১২০৭০৫৩৭৯, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মতিঝিল শাখা, ঢাকা।