আত্মসমর্পণ করে জামিন পেলেন ড. ইউনূস

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা পাঁচ মামলায় জামিন দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাকিয়া পারভিন এ আদেশ দেন। আদালতের অফিস কর্মকর্তা জামিল উদ্দিন এনটিভি অনলাইনকে এ খবর নিশ্চিত করেছেন।
আজ রোববার সকালে আইনজীবীর মাধ্যমে পাঁচটি মামলায় ড. ইউনূস জামিনের আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন। এ সময় তিনি আদালতে হাজির ছিলেন।
এর আগে ড. মুহাম্মদ ইউনূসকে ৭ নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। দেশে এসে ড. ইউনূসকে ৭ নভেম্বরের মধ্যে সুবিধাজনক সময়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল।
আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
এর আগে হাইকোর্টের আরেকটি বেঞ্চ ২৪ অক্টোবর পর্যন্ত ড. ইউনূসকে গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত ‘গ্রামীণ কমিউনিকেশন্স’-এর কিছু শ্রমিক ট্রেড ইউনিয়ন করতে চাইলে তাতে বাধা দিয়ে তাঁদের চাকরিচ্যুত করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত তিন শ্রমিক ড. ইউনূসসহ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপমহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীনকে আসামি করে মামলা করেন।
মামলায় আসামিদের উপস্থিতির দিন ধার্য ছিল গত ৯ অক্টোবর। মামলায় অপর দুই আসামি নাজনীন সুলতানা ও খন্দকার আবু আবেদীন উপস্থিত থাকলেও বিদেশে অবস্থান করায় ড. ইউনূস উপস্থিত ছিলেন না। এ কারণে ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।