ট্রাম্প জানতেন রাশিয়ার হ্যাকিংয়ে উপকার পাবেন : হোয়াইট হাউস

রাশিয়ার হ্যাকিংয়ের মাধ্যমে লাভবান হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প জানতেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
গত গ্রীষ্মে ট্রাম্প মন্তব্য করেছিলেন হিলারি ক্লিনটনের ব্যক্তিগত সার্ভার থেকে নিখোঁজ ইমেইলের সন্ধান পেয়েছে মস্কো। সেদিকে ইঙ্গিত করে বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রটারি জশ আর্নেস্ট বলেছেন, রাশিয়ার সাইবার হস্তক্ষেপের ফলে কে লাভবান হয়েছেন, তা পরিষ্কার।
আর্নেস্ট বলেন, ‘রাশিয়ায় ট্রাম্পের প্রচার সম্পর্কে পর্যাপ্ত প্রমাণ আছে, যা নির্বাচনের আগেই জানা ছিল, বেশির ভাগ ক্ষেত্রে অক্টোবরের আগেই, রিপাবলিকান প্রার্থী রাশিয়াকে তাঁর প্রতিদ্বন্দ্বীকে হ্যাকিং করতে বলছেন।’ তিনি বলেন, ‘এই থেকে বোঝা যায়, তিনি স্পষ্টভাবেই জানতেন এবং তাঁর কাছে যে তথ্য বা সূত্র ছিল তাতে তিনি জানতেন রাশিয়া জড়িত, আর রাশিয়ার জড়িত থাকার ফলে তাঁর প্রতিদ্বন্দ্বীর প্রচারণায় নেতিবাচক প্রভাব পড়বে।’
মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে জশ আর্নেস্ট বিস্তারিত কথা বলেন। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) মার্কিন সিনেটরদের জানায়, রাশিয়ার হ্যাকিংয়ের লক্ষ্য ছিল ট্রাম্পকে সহায়তা করা। এ নিয়ে সিনেটররা বেশ ক্ষিপ্ত হন। প্রেসিডেন্ট বারাক ওবামা বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
ন্যাশনাল ইনটেলিজেন্সের পরিচালকের মাধ্যমে ওবামা প্রশাসন বিবৃতিতে জানায়, গত অক্টোবরে রাশিয়াকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়।
হোয়াইট হাউস ও বারাক ওবামার পদক্ষেপের ব্যাপারে জশ আর্নেস্ট বলেন, তথ্যটি জনসম্মুখে প্রকাশের আগে ১৭টি গোয়েন্দা সংস্থার পর্যালোচনার প্রয়োজন ছিল। রাশিয়ার নাম নিয়ে প্রশাসন রাজনৈতিকভাবে সামনে আসতে চায়নি।
স্থানীয় সময় গত ৮ নভেম্বর নির্বাচনে জয় পান ডোনাল্ড ট্রাম্প। তিনি ইলেকটোরাল কলেজ ভোটে জয় পেলেও জনপ্রিয় ভোটে এগিয়ে থাকেন হিলারি ক্লিনটন। তবে আইন অনুযায়ী, হিলারি পরাজয় স্বীকার করে নিয়েছেন।