বিমান থেকে টেনেহিঁচড়ে নামানো হলো নারী যাত্রীকে

নিয়মকানুন না মেনেই বিমানে জাঁকিয়ে বসেছিলেন এক মার্কিন নারী। শত অনুরোধের পরও নামছিলেন না তিনি। শেষমেশ বাধ্য হয়েই তাঁকে টেনেহিচড়ে বিমান থেকে নামালেন নিরাপত্তাকর্মীরা।
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের ডেট্রয়েট শহরের বিমানবন্দরে ঘটনাটি ঘটে।
ডেলটা এয়ারলাইনস নামের একটি বিমান প্রতিষ্ঠান জানায়, তাদের একটি বিমানে বোর্ডিং ও মালামাল তল্লাশির নিয়মগুলো ঠিকভাবে না মেনেই উঠে পড়েন ওই নারী। তাই তাঁকে বাধ্য হয়েই নামিয়ে দেওয়া হয়। তবে ওই যাত্রীর নাম প্রকাশ করেনি তারা।
ওই যাত্রীকে জোর করে নামানোর ঘটনাটি মুঠোফোনে ভিডিওটি করেন বিমানের এক যাত্রী। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য বেশ স্থুলাকার ওই নারীকে বিমানের ভেতরে যাতায়াতের পথ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। পুরো সময়টাই ওই নারী শুয়ে ছিলেন। বিমানের অন্য যাত্রীরা বেশ উৎসুকভাবে ঘটনাটি দেখে।
ওই নারী যাত্রীর বিরুদ্ধে মামলা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।