যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু কমেছে

বিগত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু কমেছে।
দেশটির স্বাস্থ্য পরিসংখ্যানের ন্যাশনাল সেন্টার থেকে পাওয়া তথ্যে জানা গেছে, পুরুষদের আয়ু ২০১৪ সালে ৭৬ দশমিক ৫ বছর থেকে কমে ২০১৫ সালে ৭৬ দশমিক ৩ বছর হয়েছে। নারীদের আয়ু ৮১ দশমিক ৩ থেকে কমে ৮১ দশমিক ২ বছর হয়েছে।
মৃত্যুর কয়েকটি কারণের জন্যই এই পরিসংখ্যান দেখা দিয়েছে। এই কারণগুলোর মধ্যে উল্লখযোগ্য হৃদরোগ, বুদ্ধিবৈকল্য (ডিমেনশিয়া) এবং দুর্ঘটনাজনিত শিশুমৃত্যু। ১৯৯৩ সালে এইচআইভি/এইডস সংকট চরমে পৌঁছায় মানুষের আয়ু কমে যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের বছরগুলোতে মার্কিনদের গড় আয়ুর ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে, ১৯৫০ সালে ৬৮ বছর ছিল। সেই তুলনায় সামান্যই বাড়ছিল। ১৯৮০ সালে ফ্লুর গুরুতর প্রাদুর্ভাবের কারণে আয়ু আবার কমে যায়। সামগ্রিকভাবে নারী ও পুরুষ আয়ু এখন ৭৮ দশমিক ৮ বছর। ২০১৪ সাল থেকে ০ দশমিক ১ বছর কমেছে।