অবৈধ পার্কিংয়ের অভিযোগে মৃত ব্যক্তিকে জরিমানা!

দক্ষিণ ফ্লোরিডার ব্রোয়ার্ড গ্রাম্য আদালতের কাছেই এক রাস্তার পাশে পার্ক করে রাখা ছিল একটি গাড়ি। পার্কিংয়ের সময় শেষ হওয়ার পরও গাড়িটি সেখানে থেকে না সরানোয় করা হলো জরিমানা। এভাবে ১২ থেকে ১৫ নভেম্বর টানা চারদিন জরিমানা করা হয় ওই গাড়িটির মালিকের নামে।
শেষমেশ স্থানীয় ক্যারোলিন হোয়াইট নামে এক নারীর চোখে পড়ল বিষয়টি। গাড়ির ভেতরে উকি দিয়ে দেখলেন, ভেতরে পড়ে আছে একটি মৃতদেহ।
ক্যারোলিন জানান, চারদিন ধরে জরিমানার করার সময় কর্তব্যরত ব্যক্তি কেন গাড়িটির ভেতরে মৃতদেহটিকে দেখতে পারলেন না তা আসলেই অবাক করার মতো বিষয়।
মৃত ওই ব্যক্তির নাম জ্যাকব মরপেউ। তাঁর বয়স ৬২ বছর। জ্যাকবের ছেলে অ্যালেইন ডেনিয়ার জানান, ১১ নভেম্বর রাত ৮টা থেকেই ফোন ধরছিলেন না তাঁর বাবা। তবে চিকিৎসক জানিয়েছেন, স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে জ্যাকবের।
পরে অবশ্য বিষয়টি বিবেচনায় এনে ওই মৃত ব্যক্তির নামে করা ১৬০ ডলারের জরিমানা বাতিল করা হয়।