হোয়াইট হাউসে বসেই টিপিপি চুক্তি বাতিল করবেন ট্রাম্প

খুব শিগগির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে তাঁর অভিষেক। আর এ নিয়ে চলছে বেশ তোড়জোড়।
এমনই একসময়ে ট্রাম্প ঘোষণা দিলেন, হোয়াইট হাউসে বসে তাঁর প্রথম কাজগুলোর মধ্যে একটি হবে প্রশান্ত মহাসাগরীয় অংশীদারত্ব ব্যবসা চুক্তি (টিপিপি) বাতিল করা।
এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, টিপিপির পাশাপাশি তিনি কয়লা উৎপাদনে ‘কর্মস্থান-ধ্বংসকারী নিষেধাজ্ঞা’ কমিয়ে আনবেন। এ ছাড়া ভিসা-সংক্রান্ত হয়রানি বন্ধে পদক্ষেপ নেবেন।
ওই ভিডিওবার্তায় মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল তোলার বিষয়ে কোনো কথা বলেননি ট্রাম্প। যদিও নির্বাচনী প্রচারে বেশ জোর দিয়েই বলেছিলেন, ক্ষমতায় যাওয়ায় পরপরই এ বিষয়ে পদক্ষেপ নেবেন তিনি।
টিপিপি চুক্তি বাতিলের ঘোষণার বিষয়ে ডেবোরা এমস নামে এশিয়ার ট্রেড সেন্টারের এক কর্মকর্তা বলেন, ‘খবরটি হতাশাজনক। এর অর্থ খুব শিগগির ব্যবসা-বাণিজ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্ব হারাবে। এর মাধ্যমে নেতৃত্বের ছড়ি এশিয়ার হাতে চলে গেল।’
২০১৫ সালে টিপিপি ব্যবসা চুক্তি করা হয়। ১২টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও মেক্সিকো। বিশ্ব অর্থনীতির ৪০ শতাংশ দখলে আছে ওই দেশগুলোর।
শুরুতে অর্থনৈতিক সম্পর্ক মজবুত ও প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে এ চুক্তি করা হয়েছে বলে দাবি করা হয়েছিল। তবে এর বিরোধীরা বারবারই দাবি করে আসছিল, বড় কয়েকটি প্রতিষ্ঠানের সুবিধার জন্যই গোপনে এ চুক্তি করা হয়েছিল।