মুসলিম শিক্ষিকাকে চিঠি, ‘স্কার্ফ দিয়ে ফাঁস নাও’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ধর্ম ও বর্ণ বিদ্বেষ বাড়ছে। বিশেষ করে দেশটিতে অবস্থান করা মুসলিম শিক্ষক ও ছাত্রীদের নতুন করে সমস্যায় পড়তে হচ্ছে বলে খবর দিয়েছে এনডিটিভি ও বিবিসি।
আজ রোববার ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, স্কার্ফ ব্যবহার করায় যুক্তরাষ্ট্রে একজন মুসলিম শিক্ষিকা একটি বেনামি চিঠি পেয়েছেন। যাতে ওই শিক্ষিকাকে নিজের স্কার্ফ দিয়ে ফাঁস দিতে বলা হয়েছে।
মাইরাহ তালি নামের মুসলিম ধর্মাবলম্বী ওই শিক্ষিকা জর্জিয়া অঙ্গরাজ্যের গুইনেট এলাকার ডাকোটা হাই স্কুলে শিক্ষকতা করেন। গত শুক্রবার ওই শিক্ষিকা শ্রেণীকক্ষে গিয়ে অজ্ঞাতনামা একটি চিঠি পান। পরে তিনি ওই চিঠিটি তাঁর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।
মাইরাহ তালির ফেসবুকে প্রকাশ করা চিঠিটিতে লেখা ছিল,‘ শ্রেণিকক্ষে স্কার্ফ অনুমোদিত নয়।’ এছাড়া চিঠিতে তাঁকে স্কার্ফ দিয়ে দিয়ে ফাঁস নিতেও বলা হয়। কালো কালিতে লেখা ওই চিঠিটিতে ওই মুসলিম শিক্ষিকার ঘাড়ে ওই স্কার্ফ পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে যেতে বলা হয়।
ওই স্কুল শিক্ষিকা জানান, হুমকি দিয়ে লেখা চিঠির লেখা শেষ হয়েছে ‘আমেরিকা’ দিয়ে এবং শেষে আমেরিকার পতাকার আঁকা রয়েছে।
ফেসবুকে ওই মুসলিম শিক্ষিকা উল্লেখ করেন, ‘একজন মুসলিম হিসেবে আমি স্কার্ফ পরি এবং এর মাধ্যমে আমার বিশ্বাসের চর্চা করি। এই পোস্টের মাধ্যমে আমাদের সম্প্রদায়ের বাস্তবতা সম্পর্কে সচেতননা বাড়াতে চাই।’