১১৭তম জন্মদিন উদযাপন করলেন মিসাও

কয়েক বছর নয়, একে একে ১১৭ বছর পেরিয়েও তাঁর মনে হচ্ছে না তিনি খুব বেশি সময় পার করেছেন। আজ বুধবার এমন প্রতিক্রিয়াই দিয়েছেন জাপানের মিসাও ওকাওয়া। জন্মদিন ৫ মার্চ হলেও একদিন আগেই তাঁর জন্মদিনে উদযাপন করা হয়।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, জন্মদিনের অনুষ্ঠানে চেরি ফুলের ছাপঅলা একটি গোলাপি রঙের কিমোনো (ঐতিহ্যবাহী জাপানি পোশাক) পরে বসে ছিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ এই নারী। ওসাকা শহরের যে নার্সিং হোমে তিনি থাকেন, সেখানে তাঁর ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিনে শুভাকাঙ্ক্ষীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ১১৬ লেখা একটি মোমবাতি এক ফুঁৎকারে নিভিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি।
এপি জানিয়েছে, এই বয়সেও তাঁর স্বাস্থ্য ভালো, ঠিকমতো খাওয়া-দাওয়াও করেন। এমনকি গত ছয় মাসে তার ওজন বেড়েছে ছয় কেজি। তবে গত কয়েক মাস ধরে তাঁর কিছুটা শ্রবণ সমস্যা হচ্ছে, চলাফেরা একটু ধীরগতির হয়ে পড়েছে।
১৮৯৮ সালের ৫ মার্চ জাপানের ওসাকায় এক পোশাক ব্যবসায়ীর ঘরে জন্ম নেওয়া ওকাওয়া বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে ২০১৩ সালে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখান। জন্মের বছরে হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্ভুক্ত হয়, একই বছর নতুন পানীয় হিসেবে পেপসি-কোলা বাজারে আসে।
১৯১৯ সালে জাপানের ইউকিওকে বিয়ে করেন ওকাওয়া। ১৯৩১ সালে মারা যান স্বামী। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে। চার নাতি-নাতনি ও ছয় প্রপৌত্র রয়েছে ওকাওয়ার।