কলকাতায় প্রকাশ্যে গোমাংস খেয়ে প্রতিবাদ

কয়েক সপ্তাহ ধরে ভারতজুড়ে গোমাংস খাওয়ার বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়েছে আরএসএসের মতো কট্টর হিন্দুত্ববাদী দলগুলো। রাজ্যে রাজ্যে এর প্রতিবাদও হচ্ছে। এবার কলকাতায় প্রকাশ্যে গোমাংস খেয়ে সেই প্রতিবাদে শামিল হলেন বিশিষ্টজনরা।
শুক্রবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় গোমাংস খাওয়ার আয়োজন করা হয়। বিশিষ্ট কবি সুবোধ সরকার, কলকাতার সাবেক মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো বিশিষ্টজন এতে অংশ নেন।
এই প্রতিবাদ অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল ‘ভাষা ও চেতনা সমিতি’। শুক্রবার দুপুরেই রঙিন পোস্টার নিয়ে গান গেয়ে, কবিতা বলে কেন্দ্রের বিজেপি সরকার ও কট্টর হিন্দুত্ববাদী দল আরএসএসের ভূমিকার কড়া সমালোচনায় সরব হন কর্মী-সমর্থকরা। এর পর প্রকাশ্যেই রান্না করা গোমাংস খান সুবোধ সরকার ও বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা।
কবি সুবোধ সরকার বলেন, কোনো খাদ্যে ফতোয়া জারি করা চলবে না। মানুষের খাবার তাদের নিজ অধিকার। কে কী খাবার খাবেন তা তাঁর নিজস্ব রুচির ব্যাপার।
সুবোধ সরকার আরো বলেন, গোমাংস প্রচুর মানুষ খায়। এটা সস্তা এবং প্রোটিন সমৃদ্ধৃ। কাউকে চিকিৎসকরা যদি গোমাংস খেতে বলেন, তাহলে খেতে বাধা কোথা্য়?
বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘খাদ্যাভ্যাস মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। খাদ্যাভ্যাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে ধর্মকে মিলিয়ে দেশকে ভাঙার যে চেষ্টা চলছে, তাদের বিরুদ্ধে আমাদের এই সমবেত প্রতিবাদ।
কলকাতার এই প্রতিবাদে শামিল হতে দেখা যায় বহু সাধারণ মানুষকেও।