বাড়িতে ঢুকে ধর্ষণ, অপমানে নববধূর আত্মহত্যা

দুর্গাপূজা উপলক্ষে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন সদ্য বিবাহিতা এক তরুণী। বৃহস্পতিবার রাতে বাড়ির সবাই পূজা দেখতে গেলে অসুস্থতার কারণে বাড়িতে থেকে যান তিনি। আর সবার অনুপস্থিতির সুযোগে বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করে টিটন মণ্ডল নামের এক প্রতিবেশী যুবক। আর এই অপমান সইতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন ওই নববধূ।
ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার বলরামপুরে। নিহতের পরিবারের সূত্রে পুলিশ জানিয়েছে, এক মাস আগে একই জেলার রাতুয়ায় বিয়ে হয়েছিল ওই তরুণীর। পুজো উপলক্ষে তিনি স্বামীকে নিয়ে এসেছিলেন বাবার বাড়িতে।
পুলিশের কাছে পরিবার দাবি করেছে, ঘটনার পর বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এলে ঘটনার কথা তাঁদের জানান নির্যাতিতা। এর কিছুক্ষণ পরই নিজের ঘরের দরজা বন্ধ করে গায়ে আগুন দেন তিনি।
নিহতের পরিবারের সূত্রে টাইমস অব ইন্ডিয়া আরো জানায়, গায়ে আগুন দেওয়ার পর সাথে সাথেই নির্যাতিতাকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যাওয়ায় অত্যন্ত সংকটজনক পরিস্থিতি ছিল তাঁর। এরপর আজ রোববার দুপুরে মৃত্যু হয় ওই নববধূর।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত টিটন মণ্ডল পলাতক। অভিযুক্তের খোঁজে চলছে জোরদার তল্লাশি।