অভিবাসীদের অপরাধের সাপ্তাহিক তালিকা প্রকাশ করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের করা অপরাধের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্দেশ, এখন থেকে প্রতি সপ্তাহে ওই তালিকা করতে হবে এবং জমা দিতে হবে।
সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পঞ্চম দিনে ওই নির্বাহী আদেশ দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের ওই নির্দেশনায় বলা হয়, ‘ভিনদেশিদের করা অপরাধের তালিকা তৈরি করুন।’
অভিবাসী বলতে ইংরেজিতে ট্রাম্প যে শব্দটি ব্যবহার করেছেন তা হচ্ছে, ‘এলিয়েন (ভিনদেশি)’।
কেবল অবৈধ অভিবাসীদের অপরাধেরই তালিকার নির্দেশ দিয়েছেন ট্রাম্প তা কিন্তু নয়। যেসব অভিবাসী বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকছেন, তাঁদের অপরাধও আমলে আনা হবে এবং তালিকা তৈরি হবে।
কট্টর ডানপন্থী সংবাদমাধ্যম ‘ব্রেইটবার্ট নিউজে’ অভিবাসীদের অপরাধের তালিকা করার বিষয়টি তুলে ধরেছিল। ‘ব্ল্যাক ক্রাইম’ শীর্ষক ওই তালিকা করার পক্ষে অবস্থান নেয় ওই সংবাদমাধ্যম। ব্রেইটবার্ট নিউজের নির্বাহী প্রধান ছিলেন স্টিভ ব্যানন। বর্তমানে তিনি ট্রাম্পের শীর্ষ নীতিনির্ধারক।
‘বর্ডার সিকিউরিটি অ্যান্ড ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইমপ্রুভমেন্ট’ শীর্ষক ওই নির্বাহী আদেশে ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতির কয়েকটি বিষয় অনুমোদন করেছেন। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ, অবৈধ অভিবাসীদের বিতাড়ন, অভিবাসী আটক কেন্দ্র স্থাপন এবং সীমান্তরক্ষীর সংখ্যা বাড়ানো।
নির্বাহী আদেশে এর কারণ হিসেবে বলা হয়, ‘নিরাপত্তা নিশ্চিত করা ও যুক্তরাষ্ট্রের অখণ্ডতা নিশ্চিত করার জন্য। অভিবাসীদের ব্যাপারে তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার প্রতি হুমকি।’
নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় যুক্তরাষ্ট্রের কয়েকজন নাগরিকের নাম উল্লেখ করেন ট্রাম্প। এই নাগরিকরা অভিবাসীদের হাতে নিহত হন।
নির্বাচনী প্রচারের সময়ই ট্রাম্প জানান তিনি যুক্তরাষ্ট্রে থাকা লাখো অবৈধ অভিবাসীকে বের করে দেবেন। তিনি বলেছিলেন, ‘আমাদের কাছে কিছু বাজে লোক আছে, আমরা তাদের বের করে দিচ্ছি।’
মেক্সিকান অভিবাসীদের ব্যাপারে ট্রাম্প বলেন, ‘তারা মাদক আনছে। তারা অপরাধ করছে। তারা ধর্ষক।’
প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করার প্রথম দুই বছরের মধ্যে এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী বিতাড়ন করবেন বলে জানিয়েছিলেন ট্রাম্প। সংখ্যাটার ব্যাপারে তিনি পরে বলেন, ‘তা হতে পারে ২০ লাখ কিংবা ৩০ লাখ। দেশটির সরকারের তালিকায় আছে, প্রায় আট লাখ ২০ হাজার অনিবন্ধিত অভিবাসী আছে যুক্তরাষ্ট্রে।
গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ৮ নভেম্বর ভোটে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনকে ইলেকটোরাল কলেজে ভোটে হারিয়ে দেন তিনি।