মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের আদেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রাচীর নির্মাণের পুরো খরচ মেক্সিকোকেই পরিশোধ করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার ছয় দিনের মাথায় গতকাল বুধবার ওই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আজ থেকে যুক্তরাষ্ট্রের সীমানা নিয়ন্ত্রণ শুরু হলো।’
সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের যে শহরগুলো অনিবন্ধিত অভিবাসীদের অভয়াশ্রম বলে পরিচিত, সেই শহরে অর্থ কমিয়ে দেওয়ার বিষয়েও এক প্রস্তাবে স্বাক্ষর করেছেন ট্রাম্প।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এই দেয়াল নির্মাণের খরচ ‘পুরোপুরি, শতভাগ’ পরিশোধ করবে মেক্সিকো। কিন্তু এর কাঠামোর জন্য তহবিল অনুমোদন করবে কংগ্রেস।
নির্বাচনী প্রচারে ট্রাম্প অঙ্গীকার করেছিলেন, মেক্সিকো সীমান্ত বরাবর বাঁধা প্রায় দুই হাজার মাইল প্রাচীর তুলে দেওয়া হবে। তা এবার কার্যকর হতে যাচ্ছে।