ট্রাম্পের ওপর সবচেয়ে কম আস্থা মার্কিনদের

জনগণের সবচেয়ে কম আস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ সিএনএনের সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
সিএনএনের ওই জরিপে দেখা গেছে, মাত্র ৪০ শতাংশ জনগণের অনুমোদন নিয়ে আগামী শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এটা দেশটির এর আগের প্রেসিডেন্টদের চেয়ে অনেক কম এবং সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে ৪৪ পয়েন্ট নিচে রয়েছে।
জরিপ অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তিন বিদায়ী প্রেসিডেন্টের চেয়ে জনগণের অনুমোদনের দিক দিয়ে ২০ পয়েন্ট নিচে রয়েছেন ট্রাম্প। ২০০১ সালের জানুয়ারিতে ৬১ শতাংশ অনুমোদন নিয়ে ক্ষমতায় আসেন জর্জ ডব্লিউ বুশ, ১৯৯২ সালের ডিসেম্বরে ৬৭ শতাংশ অনুমোদন নিয়ে বিল ক্লিনটন এবং সর্বশেষ ২০০৯ সালে ৮৪ শতাংশ জনগণের অনুমোদন নিয়ে যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ জনগণই প্রেসিডেন্ট পদে থাকার বিষয়ে ট্রাম্পের যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বলেও জরিপে উঠে এসেছে।
দেশটির ৫৩ শতাংশ জনগণ বলছেন, নির্বাচনের দিন থেকেই প্রেসিডেন্সি চালানো নিয়ে ট্রাম্পের প্রতি তাঁদের আস্থা করতে শুরু করেছে। ট্রাম্প একজন ভালো অথবা মন্দ প্রেসিডেন্ট হবেন এমন প্রশ্নে দুই অংশেই ৪৮ শতাংশ করে জনগণ মন্তব্য করেছেন।
গত নভেম্বর থেকেই ট্রাম্পের প্রতি আমেরিকানদের আস্থার অবনতি ঘটতে শুরু করে। ট্রাম্পের ক্ষমতা চালানোর বিষয়ে অননুমোদনকারীদের সংখ্যা এই সময়ের মধ্যে বেড়েছে সাত পয়েন্ট। আর যাঁরা বিশ্বাস করেন ট্রাম্প ভালো করবেন, তাঁদের সংখ্যা কমেছে পাঁচ পয়েন্ট এবং যাঁরা ট্রাম্পের প্রতি আস্থা হারিয়েছে তাদের সংখ্যা বেড়েছে ১০ পয়েন্ট।
দেশটির এক হাজার প্রাপ্তবয়স্ক জনগণকে নমুনা হিসেবে ধরে জানুয়ারির ১২-১৫ তারিখ পর্যন্ত টেলিফোন সিএনএন/ওআরসির এই জরিপ চালিয়েছে।