ওড়ার পর ভেতরে অদ্ভুত শব্দ, ফিরে এলো বিমান!

যুক্তরাষ্ট্রে একটি বিমান উড্ডয়নের এক ঘণ্টা পর আবার বিমানবন্দরে ফিরে এসেছে। ১৬৩ জন যাত্রী নিয়ে ওড়ার পর ক্রুরা উড়োজাহাজের ভেতরে অদ্ভুত শব্দ শুনতে পান। পরে বিমানটিকে ফিরিয়ে নিয়ে আসেন পাইলট।
যুক্তরাষ্ট্রের হিউস্টন বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ইউনাইটেড এয়ারলাইন্সের ইকুয়েডরগামী বিমানে এই ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যম সিবিএস জানায়, বিমানের মালপত্র রাখার স্থানে ক্রুরা অদ্ভুত শব্দ শুনতে পাওয়ার পরিপ্রেক্ষিতে সেটিকে বিমানবন্দরে ফিরিয়ে নেওয়া হয়।
সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে বিমানটি ইকুয়েডরের উদ্দেশে যাত্রা করে। এক ঘণ্টা আকাশে ওড়ার পর কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আবার বুশ বিমানবন্দরে অবতরণ করে।
পরে পরীক্ষায় অবশ্য মালপত্র রাখার স্থানে কোনো কিছুই পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি থেকে শব্দটি হয়ে থাকতে পারে।
বিমানটির যাত্রীদের পরে অন্য একটি বিমানে তুলে দেওয়া হয়।