শেষ হলো জাতীয় রোবটিক্স প্রতিযোগিতা, বিজয়ী হলেন যারা

দেশের অন্যতম বৃহৎ জাতীয় রোবটিক্স প্রতিযোগিতা 'অস্ট রোভার চ্যালেঞ্জ ২.০' শেষ হয়েছে। গত ১২ ও ১৩ জুলাই আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (AUST) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অস্ট (AUST) রোবটিক্স ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক দল অংশগ্রহণ করে।
মোট পাঁচটি বিভাগে প্রতিযোগিতা হয়। মার্স রোভার (Mars Rover) বিভাগে ‘প্রজেক্ট আলটেয়ার’ (Project Altair), সকার বট (Soccer Bot) বিভাগে ‘টিম রোবোবট ভি-৩’ (Team RoboBot V3), লাইন ফলোয়ার বিভাগে (Line Follower) বিভাগে ‘টিম বার্সেলোনা’ (Team Barcelona), হার্ডওয়্যার প্রদর্শনী (Hardware Showcasing)বিভাগে ‘টিম বিইউবিটি’ (Team BUBT), সফটওয়্যার প্রদর্শনী (Software Showcasing) বিভাগে ‘টিম ডেভেলপমেন্ট’ (Team Develoop) বিজয়ী হয়। এছাড়া রোবো অলিম্পিয়াডে (Robo Olympiad) বিজয়ী হন মজুমদার ফাহিম রহমান।

বিজয়ীদের সনদ ও ক্রেস্টের পাশাপাশি দেড় লক্ষ টাকার প্রাইজ মানি প্রদান করা হয়। আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেন দেশের স্বনামধন্য একাডেমিক ও ইন্ডাস্ট্রি এক্সপার্টরা।
আয়োজকরা জানান, প্রযুক্তিতে শিক্ষার্থীদের আগ্রহ ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গিকে আরও উৎসাহিত করতেই এই আয়োজন, যা ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও বাস্তব জীবনের সমস্যা সমাধানের সক্ষমতা প্রদর্শনের দুর্দান্ত সুযোগ পায় ।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল এনটিভি।