আজ ঢাকার বাতাস চীন, জাপান, ইন্দোনেশিয়ার চেয়েও ভালো

রাজধানী ঢাকার বাতাসের মান গত কয়েকদিনের হালকা বৃষ্টিতে ভালো অবস্থানে রয়েছে। বুধবার (২ জুলাই) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২১তম অবস্থানে থেকে চীন, জাপান ও ইন্দোনেশিয়াকে পেছনে ফেলেছে শহরটি।

আজ ঢাকার বাতাসের মান সহনীয় বা মাঝারি। সকাল ৯টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ৮১। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।

আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে কঙ্গোর রাজধানী কিনশাসা। যার একিউআই স্কোর ১৭৮। এরপর যথাক্রমে ১৭৫, ১৬৬ ও ১৫০ স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে সৌদি আরবের দুবাই, বাহরাইনের মানামা ও চিলির রাজধানী সান্তিয়াগো।

রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, আজ (২ জুলাই) ভোর ৫টার দিকে ওই গোডাউনে আগুন লাগে। সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট সেখানে পাঠানো হয়। পরে সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছু জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২০৩৪ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই হাজার ৩৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২৯২টি গাড়ি ডাম্পিং ও ৭৭টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩০ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ ঢাকার বাতাস ‘সহনীয়’, তালিকায় দশম

গত কয়েকদিনের হালকা বৃষ্টিতে রাজধানী ঢাকার বাতাসের মানের উন্নতি হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিশ্বে বায়ুদূষণের তালিকায় দশম অবস্থানে রয়েছে শহরটি।

আজ ঢাকার বাতাসের মান মাঝারি। সকাল ৯টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ৯০। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।

আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে ইরাকের রাজধানী বাগদাদ। যার একিউআই স্কোর সর্বোচ্চ রেকর্ড ১১৭১। এরপর যথাক্রমে ২২১, ১৬৪ ও ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে কুয়েত সিটি, কঙ্গোর রাজধানী কিনশাসা ও চিলির রাজধানী সান্তিয়াগো।

আগামী মাস থেকে রাজধানীতে চলবে বুয়েটের নকশায় তৈরি ‘ই-রিকশা’

আগামী মাস থেকে রাজধানীতে চলবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের নকশা অনুযায়ী তৈরি ব্যাটারিচালিত ‘ই-রিকশা’।

আজ শনিবার (২৮ জুন) ‘ই-রিকশা’ চালকদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক তৈরির কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসি নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

‘শহরের ইকো সিস্টেম একবার নষ্ট হলে তা পুনর্গঠন কঠিন’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শহরের ইকো সিস্টেম একবার নষ্ট হলে তা পুনর্গঠন কঠিন হয়ে পড়ে। তাই আমাদের শহরের প্রতিবেশ রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃক গৃহীত তিন মাসের বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

‘সবুজে ঢাকা, সুস্থ নগর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও সবুজ নগর গঠনের লক্ষ্যে তিন মাসের বনায়ন কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

রথযাত্রা ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ‘রথযাত্রা’ উপলক্ষে আগামীকাল (২৭ জুন) রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।  উৎসবের শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে বোমা নিষ্ক্রিয়কারী দল, সোয়াট, গোয়েন্দা সংস্থা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এস এম সাজ্জাত আলী জানিয়েছেন, ‘রথযাত্রা যেন সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে উদ্‌যাপন করা যায়, সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

২৭ জুনের রথযাত্রা ও ৫ জুলাই পালিতব্য ‘উল্টো রথযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

পিজিসিবির সাবস্টেশনে গোলযোগ, বিদ্যুৎহীন রাজধানীর বেশকিছু এলাকা

রাজধানীর রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজধানীর বেশকিছু এলাকা। রোববার (২২ জুন) রাত ৯টা ৫০ মিনিটে এ গোলযোগের ঘটনা ঘটে।

মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার পাঁচজন রিমান্ডে

রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ গ্রেপ্তার পাঁচ আসামির তিনদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, জুলহাস (৩৭), মো. কামাল হাওলাদার (৪০), মো. তুষার আহমেদ (৩৪), সবুজ মিয়া (৩৫) ও সম্রাট মোল্লা (৩৫)।

ঈদের ছুটি কাটিয়ে রাজধানীমুখী মানুষ

দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে রাজধানীর টার্মিনালগুলোতে ঢুকছে গাড়ি। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও অন্যদিনের চেয়ে বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমুখী ট্রেনেও যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। যাত্রীদের চাপ ও ব্যক্তিগত গাড়ি বেশি থাকলেও কোথাও ভোগান্তির চিত্র দেখা যায়নি। ঢাকায় সড়কে নেই যানজট।

যাত্রাবাড়ী, কমলাপুর, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Pages