আজ ঢাকার বাতাস চীন, জাপান, ইন্দোনেশিয়ার চেয়েও ভালো
রাজধানী ঢাকার বাতাসের মান গত কয়েকদিনের হালকা বৃষ্টিতে ভালো অবস্থানে রয়েছে। বুধবার (২ জুলাই) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২১তম অবস্থানে থেকে চীন, জাপান ও ইন্দোনেশিয়াকে পেছনে ফেলেছে শহরটি।
আজ ঢাকার বাতাসের মান সহনীয় বা মাঝারি। সকাল ৯টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ৮১। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।
আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে কঙ্গোর রাজধানী কিনশাসা। যার একিউআই স্কোর ১৭৮। এরপর যথাক্রমে ১৭৫, ১৬৬ ও ১৫০ স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে সৌদি আরবের দুবাই, বাহরাইনের মানামা ও চিলির রাজধানী সান্তিয়াগো।